সিলেট

এমন ভয়াবহতা আগে দেখেনি সিলেটবাসী

নিউজ ডেস্কঃ আজ থেকে ৩৪ বছর আগে বাংলাদেশে ভয়াবহ বন্যা হয়েছিল। আর সে সময় বন্যাও বেশ দীর্ঘ সময় স্থায়ী ছিল। অর্থাৎ ১৯৮৮ সালের বন্যার দৃশ্য এখনও অনেকের চোখের সামনে ভেসে ওঠে। চারদিকে শুধু পানি আর পানি। এর পরের বছরও আবার বন্যা হয়। এ দুটো বন্যায় অর্থনীতির সবক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে। সে সময় বাংলাদেশ বেতারে প্রায় সময় একটা গানের আকুতির সুর উচ্চারিত হতো। গানের সেই কলি ছিল, ‘বন্যা জলে নেইকো দয়া, নেই কো মায়া/ যেথা সে যায় সেথা ছড়ায় কালো ছায়া/ ভাঙে বাসা ভাঙে আশা’।

বাংলাদেশে বন্যার ইতিহাস যুগ যুগের ইতিহাস। কবে এ অঞ্চলে প্রথম বন্যা হয় তার সঠিক তথ্য পাওয়া যায় না। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ১৭৬৭ সাল থেকে পর্যায়ক্রমে বন্যা হয়ে আসছে। বন্যার দাপটের শুরুটা মূলত ১৯৫৪ সালে। সেই থেকে এদেশে ১৯৯৮ সাল পর্যন্ত ৩২টি বড় ধরনের বন্যা হয়েছে। এর মধ্যে ১৭টি বন্যা বেশ ভয়াবহতার ছাপ রাখে। এর মধ্যে ১৯৫৪, ৫৫, ৫৬, ৬২, ৬৮, ৭০, ৭১, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৮০, ৮৪, ৮৭, ৮৮ ও ৯৮ সালকে বিশেষভাবে চিহ্নিত করা হয়।

১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত বন্যা হয়েছে ৯টি। বাংলাদেশের জন্ম হয়েছে বন্যার বোঝা মাথায় নিয়ে। ১৯৭০ সালে ভয়াবহ বন্যার সময় সরকারি হিসাবে প্রায় ৫ লাখ মানুষের প্রাণ যায়। অবশ্য বন্যার সঙ্গে জলোচ্ছ্বাসও যুক্ত হয়। ১৯৭১ সালে বন্যায় মানুষ ছাড়াও অসংখ্য গবাদিপশুর মৃত্য হয়। আর মানুষ মারা যায় ১২০ জন। এ ছাড়া ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণও কম ছিল না।

আগে গ্রামে বসবাসকারী মানুষজনই টের পেত বন্যার কশাঘাত। কিন্তু ১৯৮৮ ও ১৯৯৮ সালে নগরবাসী তা হাড়ে হাড়ে টের পায়। শহরজুড়ে অথৈ পানি আর পানি। ১৯৮৮ সালে ৬০ লাখ মানুষের ঢাকা শহরের ৫০ লাখই হয়ে পড়ে পানিবন্দি। সে সময় দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৭টি জেলা পানিতে তলিয়ে যায়। আর ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অবর্ণনীয়। মানুষ ছাড়াও ঘরবাড়ি, সড়ক, রেলপথ, সেতু, কালভার্ট ও ফসলের ক্ষয়ক্ষতি নির্ণয় করতে অনেক সময় ব্যয় হয়। এমনকি বিমানবন্দরও পানির নিচে তলিয়ে যায়।

এক বছরের বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই আবার সেই বন্যা। অর্থাৎ ১৯৮৯ সালে আবার সেই বন্যা। বন্যা যেন কিছুতেই পিছু ছাড়ে না। এর কিছুদিন পর আবারও বন্যা। তবে দেশজুড়ে নয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণাঞ্চলের কিছু অংশজুড়ে এ পানির প্রবাহ ছিল।

বাংলাদেশে এত বন্যা হয় কেন? এ প্রশ্নে পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত জানান, বন্যা না হলে তো বাংলাদেশ হতো না। অর্থাৎ বাংলাদেশের অবস্থানটা এমন স্থানে যে, গাঙ্গেয় ব-দ্বীপ এলাকায় বন্যার প্রবণতা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত বিভিন্ন উপনদীর কারণে বাংলাদেশে প্রতিবছরই বর্ষাকালে ছোট থেকে মাঝারি আকারে বন্যা হয়ে থাকে।

একাধিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের মধ্য দিয়ে ছোটবড় প্রায় ২৩০টি নদী বয়ে গেছে। সে কারণে বাংলাদেশে বন্যার প্রকোপ বেশি। বন্যা মূলত মৌসুমি ঋতুতে হয়ে থাকে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত।

সিলেটে গত মে মাসে একবার বন্যা হয়ে গেছে। আবার হঠাৎ বন্যায় চরম বিপাকে সিলেটবাসী। সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন জানান, গত কয়েকদিনে ভারতের চেরাপুঞ্জির সর্বোচ্চ বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পানি সিলেটের বন্যা ভয়াবহ রূপ নেয়। তবে এত ভয়াবহতা আগে দেখেনি সিলেটবাসী।

Back to top button