সিলেট

সিলেট-লন্ডন রুটের ফ্লাইটের সিডিউলে পরিবর্তন

টাইমস ডেস্কঃ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পানি উঠে যাওয়ার কারণে সিলেট-লন্ডন ফ্লাইটের সিডিউলে পরিবর্তন আনা হয়েছে।

১৮ ও ২১ জুনের দুটি ফ্লাইট পিছিয়ে ২১ ও ২৩ তারিখে নেওয়া হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি বলেন, ১৮ জুন শনিবার এবং ১৯ জুন রোববার সিলেট-লন্ডন রুটে বিমানের দুটি ফ্লাইট ছিলো। কিন্তু ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পানি উটে যাওয়ায় এসব ফ্লাইট সিডিউল পরিবর্তন করা হয়েছে। ১৮ তারিখের ফ্লাইট ২১ তারিখ এবং ১৯ তারিখের ফ্লাইট ২৩ তারিখ যাবে।

এরআগে শুক্রবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবারই তা ভয়াবহ রূপ নেয়। এদিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে সিলেট নগরের বেশির ভাগ এলাকাই তলিয়ে গেছে।

বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জেলার কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এই দুই উপজেলার প্রায় পুরোটাই পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে এই দুই উপজেলার প্রায় সবগুলো সড়ক।

সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কও পানির নিচে। ফলে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের সীমান্তবর্তী এ উপজেলা।

Back to top button