বিমানের ফ্লাইট বাতিল, সিলেট আসতে পারলেন না পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের বন্যা পরিস্থিতি প্রত্যক্ষ করা এবং প্রিয় সিলেটবাসীর পাশে দাড়াঁতে শুক্রবার দুপুরে সিলেট আসতে চেয়ে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। সস্ত্রিক বিমানের টিকেটও কাটা হয়েছিলো। কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে বিমান ফ্লাইট বাতিল করেছে।
সড়ক পথেও আসতে পরছেন না কারণ আগামী কাল ভোরে রাষ্ট্রীয় সফরের দেশের বাইরে যেতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। তিনি বলেন ইতোমধ্যে পানিবন্দি মানুষকে উদ্ধার এবং তাদের সহায়তার ব্যবস্থা করা হয়েছে। আমি যেখানেই থাকি সেখান থেকে সিলেটের বন্যা পরিস্থিতি মনিটর করবো। আমার পিএস এবং অন্যান্য কর্মকর্তাদের সিলেট পাঠিয়েছি। তারা দুস্থ মানুষের কল্যাণে কাজ করছে।
তিনি বলেন, ইতোমধ্যে বন্যার্তদের উদ্ধার তৎপরতায় মাঠে নেমেছে সেনাবাহিনী। বন্যার্তদের সাহায্যার্থে খাবার প্রদান ও স্বেচ্ছাসেবীদের কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
শুক্রবার সকাল থেকে সিলেট ও সুনামগঞ্জের ৮টি উপজেলায় সেনাবাহিনীর ৮টি ব্যাটালিয়ান পানিবন্দি মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে। সিলেট সদর, কোম্পানীগঞ্জ, সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, দিরাই, জামালগঞ্জ উপজেলাসহ মোট ৮টি উপজেলায় কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর সদস্যরা পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছানো, চিকিৎসা সহায়তা, খাবারের ব্যবস্থা, খাদ্য গোদাম রক্ষা, সিলেট কোমারগাঁও পাওয়ার স্টেশন রক্ষা করার কাজে নেমেছে সেনা সদস্যরা।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের প্রতি খুবই আন্তরিক। পর্যাপ্ত সহায়তা সিলেটবাসী পাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার ইনশাআল্লাহ আমরা এই দূর্যোগময় সময় কাটিয়ে উঠবো।