মৌলভীবাজার

শ্রীমঙ্গলে চুরি হওয়া প্রাইভেটকার ফেরত পেলেন বীর মুক্তিযোদ্ধা

বীর মুক্তিযোদ্ধার ব্যবহৃত চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধারের পর মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে সদর থানা পুলিশ। শ্রীমঙ্গল উপজেলার বৈরববাজার থেকে কারটি উদ্ধার করে বৃহস্পতিবার (১৬ জুন) মালিক বীর মুত্তিযোদ্ধা সৈয়দ তজম্মুল আলীকে হস্তান্তর করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (১৩ জুন) মৌলভীবাজার জজ আদালতের সামনে থেকে লাল রঙের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো -গ ১২-১৭৪৯) চুরি হয়। এ ঘটনায় প্রাইভেটকারের মালিক বীর মুত্তিযোদ্ধা সৈয়দ তজম্মুল আলী সদর থানায় অভিযোগ দায়ের করলে গাড়িটি উদ্ধারে এসআই সৈয়দ বশিরের নেতৃত্বে মাঠে নামে পুলিশের একটি টিম।

জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৪ জুন) শ্রীমঙ্গল থানার ভৈরবগঞ্জ বাজার থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত কেউ আটক হয়নি।

Back to top button