বড়লেখামৌলভীবাজার
বড়লেখা পৌরশহর থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখা পৌরশহরের ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে একটি হিরো গ্লামার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে গাড়ি পার্কিং করে ওয়ালটন শোরুমের এক কর্মকর্তা খেতে গেলে তার গাড়িটি চুরি হয়।
চুরি হওয়া গাড়িটি হিরো গ্লামার ১২৫ সিসি, লাল রংয়ের গাড়িটির চেসিস নং PS1JAS099JJC03227, ইঞ্জিং নং- JA066EJJGB00177, CC-125।
মোটরসাইকেলের মালিক রিপন চক্রবর্তী জানান, বিকাল আনুমানিক ৩/৪৫ মিনিটে গাড়িটি বড়লেখা পৌরশহরের ডাচ বাংলা ব্যাংকের সামনে রেখে খেতে যান। কিছুক্ষন পর ফিরে এসে গাড়িটি জায়গায় না পেয়ে অনেক খোজাখোজি করে পাওয়া যায়নি। কেউ ছবি সংবাদে সংযুক্ত ছবির মোটরসাইকেলটি কেউ দেখে থাকলে তার নাম্বারে ০১৭৬১৬৪৬৬৩৩ যোগাযোগের জন্য অনুরোধ করেন।
তিনি জানান, মোটরসাইকেল চুরির ব্যাপারে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।