দিরাইয়ে অষ্টম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

টাইমস ডেস্কঃ সুনামগঞ্জের দিরাইয়ে গলায় ফাঁস দিয়ে সায়েম আহমদ (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ জুন) রাতে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সায়েম ওই গ্রামের গোলাম রব্বানী ছেলে। আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মাছ ধরতে হাওরে যায় সায়েম। সেখান থেকে ফিরে এসে সন্ধ্যার পর সে নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। রাত ৮টার দিকে তার মা রাতের খাবার খেতে অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে দরজার লক খুলে দেখা যায় সে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুঁলছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় নাচনী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তবে সে কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারছি না। পরিবারের কারও সঙ্গে তার ঝগড়া হয়নি।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।