মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

টাইমস ডেস্কঃ শ্রীমঙ্গল-কমলগঞ্জ রাস্তা পাশে ফিনলে কোম্পানির রাবার বাগানের ভেতর ডাকাতি প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জেলার রাজনগর থানার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মুন্না মিয়া (৩২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ফান্দাউক গ্রামের তাহেব মিয়ার ছেলে দানা মিয়া (৩৭)।

বুধবার গভীররাতে শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের উত্তর দিকে ফিনলে কোম্পানির রাবার বাগানের ভেতর থেকে ওই ২ ডাকাতকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

শ্রীমঙ্গল থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক জানান, গভীররাতে ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই সুব্রত দাস ও এসআই আসাদুর রহমানের নেতৃত্বে ডাকাত দলকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করলে ১৪/১৫ দৌড়ে পালিয়ে যায়। এসময় পুলিশের ধাওয়ায় ২ জনকে আটকানো হয়।

পুলিশ তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী স্বয়ংক্রিয় পিস্তল, ১টি দা, ১টি লোহার রড ও ১টি স্টিলের রুলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে।

Back to top button