সুনামগঞ্জ

সুনামগঞ্জে দুই আ.লীগ প্রার্থীর হার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের দুই প্রার্থীকে পরাজিত করে সদর ইউনিয়নে কামাল ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে হানিফ বিজয়ী হয়েছে।

বুধবার রাত ৯টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ ফলাফল ঘোষণা করা হয়। এর পূর্বে সকাল থেকে বিকাল পর্যন্ত দুটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।

বিজয়ীদের নামের তালিকা পাঠ করে শুনান জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব।

ঘোষিত ফলাফলে সদর ইউনিয়নে কামাল চশমা প্রতীকে মোট ৩৮৬২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ( আ.লীগ বিদ্রোহী)। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাজ্জাদ মাহমুদ তালুকদার আনারস প্রতীকে ২৫৫৯টি ভোট পেয়েছেন।

অটোরিকশা প্রতীক নিয়ে ফয়জুল আলম মোহন ২৫৪৬ ভোট পেয়েছেন, আর জামিল আহমদ জুয়েল নৌকা প্রতীক নিয়ে ২৪১৬ ভোট পেয়েছেন।

অন্যদিকে,জামালগঞ্জ উত্তর ইউনিয়নে হানিফ মিয়া ঘোড়া প্রতীক ৩২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম নবী হোসেন নৌকা প্রতীক ২৮১০ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

জানা যায়, দুই ইউনিয়নে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী, এর মাঝে জামালগঞ্জ সদর ইউপি ৭ জন, জামালগঞ্জ উত্তর ৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

চেয়ারম্যান ছাড়াও ২ ইউনিয়নে ১৮ জন ইউপি সদস্য ও সংরক্ষিত ৬ জন নারী সদস্য বিজয়ী হয়েছে।

Back to top button