বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌর নির্বাচন : আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী ফারুক বিজয়ী

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জিএস ফারুকুল হক বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

চামচ প্রতিক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ১শ ভোট। তার নিকটতম প্রতিদন্ধী মোবাইল প্রতিকের আব্দুস সবুর পেয়েছেন ২হাজার ৩শত ১৮ ভোট ।নৌকা প্রতিকের প্রার্থী আব্দুস শুকুর পেয়েছেন ২ হাজার ২শত ৭০ ভোট।

এছাড়া জগ প্রতিকের প্রার্থী তফজ্জুল হোসেন ১৩ শ ৪৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

বিয়ানীবাজার রিটার্নিং অফিস থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে বুধবার সকাল ৮ ঘটিকায় বিয়ানীবাজার পৌরসভার দ্বিতীয় নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১০ টি ভোট কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয় । শান্তিপূর্ণ পরিবেশে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়। তবে ইভিএমে ফিঙ্গার না মিলা নিয়ে ভোটার ও প্রার্থীদের কাছ থেকে কিছুটা অভিযোগ পাওয়া গিয়েছিল। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২৭ হাজার ৩৬৯ জন। নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

Back to top button