বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরসভার ভোট উৎসবে বাগড়া দিয়েছে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভার ভোট শুরু হওয়ার পর থেকেই হানা দিয়েছে বৃষ্টি। সকাল থেকে আকাশ ছিল থমথমে। এতে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে অপেক্ষমান ভোটাররা কেন্দ্রের বারান্দায় ঢুকে পড়েন। আবার অনেকে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন সারিতে। ভোট উৎসবে এমন মুশলধারার বৃষ্টি যেনো উৎসবের আনন্দ ফিকে করে দিয়েছে।

ভোটারদের সঙ্গে কথা বললে তারা জানান, তারা দেড় ঘণ্টা ধরে লাইনে আছেন ভোট দেওয়ার জন্য। বৃষ্টিতে কষ্ট হলেও তারা ভোট দিতে এসেছেন, ভোট দিয়েই বাড়ি ফিরতে চান।

বৃষ্টি শুরু হওয়ার পর পৌরসভার ভোট কেন্দ্রের মাঠ থেকে লাইন সরিয়ে বারান্দায় নিয়ে আসা হয়। ভোটাররা সেখানে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন।

সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা বিভিন্ন স্কুলের বারান্দায় জটলা বেধে দাঁড়িয়ে আছেন। এসময় তারা সাংবাদিকদের জানান ভোট উৎসবের সকল আনন্দ মাটি করে দিয়েছে বৃষ্টি।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এবারের পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১০ টি ভোট কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হচ্ছে। এবার নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৩৬৯ জন। নির্বাচনে মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Back to top button