যে কারণে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে বুধবার অর্ধদিবস ধর্মঘট

সিলেটে বুধবার অর্ধদিবস ধর্মঘট পালন করবেন ব্যবসায়ীরা। জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহবানে এ কর্মসূচি পালিত হচ্ছে। মহানবী হজরত মোহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে ভারতের বিজেপি নেত্রীর কটূক্তির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানা গেছে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেটের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানান সংগঠনটির নেতারা।
অর্ধদিবস ধর্মঘট কর্মসূচি সফলের আহবান জানানো বিবৃতিদাতারা হলেন- সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মন্নান মল্লিক মুন্না, শামছুল আলম, মো. আলা মিয়া, আব্দুল আজিজ, আব্দুল আহাদ, শাহ আহমদুর রব, মো. আমিরুল ইসলাম, মোশাররফ হোসেন, আহমেদ ফুয়াদ বিন রশীদ, মো. আব্দুল আহাদ চৌধুরী, মো. লুৎফুর রহমান লিলু, আব্দুল কাইয়ুম, আমান উদ্দিন আহমদ, মো. সিরাজ উদ্দিন, মো. আমজাদ আলী, আবু সাইদ মো. তায়েফ, মো. কয়ছর আলী, রাসেল আলী, মো. আলেক মিয়া, মুফতি নেহাল উদ্দিন, মো. মারুফ, রাহেল আহমদ, মো. সাজ্জাদ আহমদ, মো. আব্দুস সামাদ, নিয়াজ মো. আজিজুল করিম, কামরুজ্জামান, হোসেন আহমদ, আবুল খায়ের মাহবুব, আলাউদ্দিন প্রমুখ।
কর্মসূচি সফলে ব্যবসায়ীদের পক্ষ থেকে নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও সড়কে মাইকিং করা হয়।
এ প্রসঙ্গে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া বলেন, কটূক্তির প্রতিবাদ ও কটূক্তিকারীদের শাস্তির দাবিতে আমরা বুধবার অর্ধদিবস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানিয়েছি।
এর আগে রোববার সিলেট নগরীর রাজপথে শতাধিক অ্যাম্বুলেন্স নিয়ে সাইরেন বাজিয়ে কটূক্তির প্রতিবাদ জানানো হয়।