
টাইমস ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ ৬ সরকারি কর্মকর্তা এবং ৫ স্থানীয় প্রভাবশালীর নাম উল্লেখ করে জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে।
সোমবার (১৩ জুন) গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের মো. ইসনাদ হোসেন রাজীব বাদি হয়ে দুর্নীতি প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং আইনে সিলেটের স্পেশাল ট্রাইব্যুনাল বরাবরে মামলার আবেদন করেন।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক মশিউর রহমান মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম, পুলিশের উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর, এসআই মো. জহির মিয়া, ভূমি অফিসের তহসিলদার প্রনব কান্তি দাস, উপজেলার লামা সাতাইং গ্রামের আব্দুস শহিদ, পুকাশ গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে আরিফ উদ্দিন ও গারো গ্রামের আজমত উল্লাহ।
বিস্তারিত আসছে…