সিলেট জুড়ে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত

কয়েকদিন ধরে প্রবল বর্ষণে সিলেটের জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। সুরমাসহ নদ-নদীর পানি বেড়েই চলছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সোমবার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত সিলেটে দেশের সর্বোচ্চ ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ ঢাকা টাইমসকে জানান সিলেটে আরও বৃষ্টিপাত হবে। এমনকি টানা ভারী বর্ষণ হতে পারে সপ্তাহখানেক।
পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সত্যেন্দ্র চন্দ্র বৈদ্য ঢাকা টাইমসকে জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়ের গড় এলাকায়। সেখানে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া সিলেট শহরে ১১৫ মিলিমিটার এবং ছাতকে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে প্রবল বর্ষণে সিলেটে নদনদীর পানি বাড়ছে। সুরমা নদীর পানি সুনামগঞ্জে বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে হাকালুকি, কাউয়াদিঘী হাইলহাওর ও সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের পানিও বাড়ছে। এছাড়া ভারী বর্ষণের ফলে জেলা জেলায় নিমাঞ্চঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলের মাঠ। অনেক এলাকায় নতুন লাগানো আউশ ধান তলিয়ে গেছে। কর্মহীন বেকার হয়ে পড়েছে অনেক নিম্ন আয়ের মানুষ। এছাড়া সিলেটে কুশিয়ারা মনু ধলাই, পিয়াইন, সারি ও লোভা নদীর পানিও দ্রুত বাড়ছে।