সিলেট

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

সিলেটঃ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বিএনপি। শনিবার বেলা ২টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, সরকার গেল বারের মতো এবারও বিশাল ঘাটতির বাজেট দিয়েছে। এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ পাচার হচ্ছে। পদ্মা সেতু নির্মাণে লুটপাটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে। আগামী বছর থেকে চায়না ও রাশিয়ার ঋণ পরিশোধ করতে গিয়ে বাংলাদেশ সর্বস্ব হারাবে। এই লুটপাটের ঘাটতি পূরণ করতে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, মামুনুর রশীদ মামুন, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ফখরুল ইসলাম ফারুক, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, এ্যডভোকেট হাসান আহমদ পাঠোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।

Back to top button