সিলেট

সিলেট মালিনীছড়ায় মনির হত্যাকাণ্ডের ঘটনায় ৪ আসামী গ্রেফতার

টাইমস ডেস্কঃ সিলেট-বিমানবন্দর সড়কের মালিনীছড়া এলাকায় মনিরুল ইসলাম (৪১) নামের এক ওয়ার্কশপ মালিককে কুপিয়ে হত্যার ঘটনায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৯ই জুন) তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গাগুয়া গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র সোহেল আহমদ উরফে বাটার সোহেল (৪৫), এয়ারপোর্ট থানার সাহেবের বাজারের বদনাছড়া গ্রামের রফিক মিয়ার পুত্র মোঃ লিমন মিয়া (২০), এয়ারপোর্ট থানার বন্ধন-এফ-১০ এলাকার মৃত হেলাল আহমদের পুত্র সাহেল আহমদ নয়ন (৩৫) ও তারই ভাই রিপন আহমদ সেলিম (৩৩)।

উপরোক্ত আসামীদের মধ্যে মোঃ লিমন মিয়া (২০) অত্র মামলার ঘটনার সহিত আছে মর্মে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলা তদন্ত অব্যাহত আছে।

উল্লেখ্য গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত মনিরুল ইসলাম নগরীর খাসদবির ওয়ার্কশপের স্বত্বাধিকারী এবং এয়ারপোর্ট থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে।

Back to top button