সিলেট

সিলেট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ কাল

ডেস্ক রিপোর্ট : গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুর ১টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

উক্ত বিক্ষোভ কর্মসূচীতে জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সকল উপজেলা ও পৌর এবং এর অংগ ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্থরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

Back to top button