গোলাপগঞ্জে মধ্যরাতে নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গোলাপগঞ্জে নির্বাচনী পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আফজাল হুসেন (২৫) নামে এক যুবক।বৃহস্পতিবার (৯জুন) মধ্যরাত ১২টার দিকে উপজেলার পৌর শহর টিকরবাড়ী এলপিজি গ্যাস প্লান্টে কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত আফজাল উপজেলার বাঘা ইউনিয়নের পূর্বগাঁও গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপনির্বাচনে ঘোড়া প্রতীকের পোস্টার লাগাতে টিকরবাড়ীর পাশে এলপিজি গ্যাস প্লান্টের দেওয়ালে উঠতে গেলে ওই যুবক বিদ্যুতায়িত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মধ্যরাতে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক একলাছ মিয়া এ বিষয়ে নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।