সুনামগঞ্জ

সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে পৃথক দুটি ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৮ জুন) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন।

আসামিরা হলেন- মফিকুল ইসলামের ছেলে মনির মিয়া, আব্দুল হাসিমের ছেলে রুবেল মিয়া, আব্দুস ছালামের ছেলে শামীম মিয়া। এছাড়াও একই বছর দোয়ারাবাজার ছাতক থানাধীন দিঘলী চানপুর গ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাজন মিয়া নামে আসামিকে যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানা এবং অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকার জরিমানা প্রদান করা হয়।

এজহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে লালপুর গ্রামের এক গানের শিল্পীকে আব্দুজহুর সেতু এলাকা থেকে তুলে নিয়ে শহরতলীর আম্বর পয়েন্ট এলাকায় দলবদ্ধ ধর্ষণ করে কয়েক বখাটে। এই ঘটনায় মেয়ের বাবার করা মামলায় দীর্ঘদিন শুনানি শেষে ৩ আসামিকে যাবজ্জীবন ও অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেলের দণ্ড প্রদান করে আদালত।

আদালতের রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী

বিবাদীপক্ষের আইনজীবী মনির আহমদ বলেন, যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে আসামিপক্ষ।

Back to top button