সিলেট

বিশ্বনাথে বাসের ধাক্কায় নিহত ১

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট থেকে বিশ্বনাথগামী বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় ১জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বিশ্বনাথ-রশীদপুর সড়কের রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসের ধাক্কায় সিলেটগামি আরো ৪টি অটোরিক্সা (সিএনজি) ও ৩টি ব্যাটারি চালিত টমটমের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও বাস, পিকআপ ও ব্যাটারি চালিত টমটম থানা পুলিশ আটক করে।

দূর্ঘটনায় নিহত হন ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের তাহিদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪২)। আহত হয়েছেন কারিকোনা গ্রামের মৃত: আব্দুর রশীদের ছেলে টমটম চালক মাহবুব আলম (৪২), মৌজপুর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে পিকআপ চালক সুহেল আহমদ (৪০), চান্দভরাং গ্রামের কিতাব আলীর ছেলে সাজ্জাদুর রহমান (২৫), পথচারি ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের কামরান (২৫), এদের মধ্যে অজ্ঞাতনামা আরো ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুর রহমান বলেন, বাস, পিকআপ ও টমটম গাড়ী আটক করা হয়েছে। দুর্ঘটনায় ১জন নিহত হয়েছেন, তার নাম মোহাম্মদ আলী। সে ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের তাহিদ আলীর ছেলে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Back to top button