সিলেটে একদিনে র্যাবের জালে ৩ মাদক কারবারি

নিউজ ডেস্কঃ পৃথক পৃথক অভিযানে ১৯৭ বোতল ফেনসিডিল, ২৮৯ বোতল বিদেশী মদ এবং ৩৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১৯৭ বোতল ফেনসিডিল, ২৮৯ বোতল বিদেশী মদ এবং ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ ইসলামপুর ক্যাম্প, একটি আভিযান পরিচালনা করে রবিবার (৫ জুন) সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন এলাকা থেকে ১৯৭ বোতল ফেনসিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট জেলার গোয়াইনঘাট থানার হাদারপার এলাকার বাসিন্দা জমসিদ আলীর ছেলে মো. আফতাব উদ্দিন (২৮)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্প আরেকটি আভিযান চালিয়ে রবিবার (৫ জুন) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মতুরকান্দি এলাকার বাসিন্দা মো. আজিজুল হকের পুত্র মো. মোকাব্বির হোসেন (২২)। এছাড়াও সদর ক্যাম্পের অপর আরেকটি অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন এলাকা থেকে ২২৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
অন্য এক অভিযানে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, সোমবার (৬ জুন) ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন এলাকা থেকে ৩৪ কেজি গাঁজা জব্দ করে। এসময় ১ জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার আলাদাউদপুর এলাকার বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে মাহমুদুল আকাশ (৩৮)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।