কমলগঞ্জে ছাত্রদলের সক্রিয়কর্মী ছাত্রলীগের সভাপতি প্রার্থী, তোলপাড়

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ছাত্রলীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে রুবেল চৌধুরী নামে ছাত্রদলের চিহ্নিত এক নেতা কমলগঞ্জের সভাপতি প্রার্থী হওয়ায় উপজেলার নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে কমলগঞ্জ উপজেলা, মৌলভীবাজার সদর উপজেলাসহ অন্যান্য উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক সক্রিয় নেতা রুবেল চৌধুরী আসন্ন সম্মেলনে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হয়েছেন। প্রার্থী হয়েই উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড এমনকি মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছেন। প্রতিনিয়তই তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে দেখা করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে উপজেলা কমিটিতে নিজের সভাপতি পদ পোক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিনিয়তই ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি, যা নিয়ে স্থানীয় কমলগঞ্জ উপজেলার ত্যাগী ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়েছে। রুবেল চৌধুরী আওয়ামী লীগেরই কয়েকজন প্রভাবশালী নেতার আশীর্বাদপুষ্ট হওয়ায় প্রকাশ্য কেউই মুখ খোলতে নারাজ।
ছাত্রলীগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির সহযোগী সংগঠন কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এই রুবেল চৌধুরী। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের সময়ও রুবেল চৌধুরী প্রকাশ্য তৎকালীন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে বিএনপির পক্ষে জোর নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় এখনো ঘুরে বেড়াচ্ছে।
২০০৮ এর জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র কাছে বিপুল ভোট পরাজিত হন। ঠিক ঐ সময় থেকেই রুবেল চৌধুরী খোলস পাল্টিয়ে দল পরিবর্তন করে ছাত্রলীগে যোগদানের জন্য আওয়ামী লীগেরই দু’একজন নেতাকর্মীকে বিভিন্নভাবে ম্যানেজ করে জোর লবিং তদবির শুরু করেন।
জানা যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর আপন চাচাতো ভাই এই রুবেল চৌধুরী। ২০১৭ সালের ৫ মার্চ সম্মেলনের মাধ্যমে রাহাত ইমতিয়াজ রিপুলকে সভাপতি ও মো.শাকের আলী সজীবকে সাধারণ সম্পাদক করে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। সেই সময়েই আওয়ামী লীগের প্রভাবশালী দু’একজন নেতার আশীর্বাদপুষ্ট হয়ে নানা তৎপরতায় রুবেল আহমদ ঘোষিত কমিটিতে প্রথমবারের মতো ছাত্রলীগের সাংগঠনিক পদ ভাগিয়ে নিতে সক্ষম হন।
এদিকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী (আমিন) ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি কমলগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ২১ মে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর আড়াইটার মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়।
ছাত্রলীগ সভাপতি পদে অন্যান্য প্রার্থীদের সঙ্গে রুবেল চৌধুরীও ছাত্রলীগের এই কমিটিতে সভাপতি পদ পেতে সুকৌশলে জীবনবৃত্তান্ত জমা দিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে জোর লবিং তদবির ইতোমধ্যে শুরু করে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ছাত্রলীগের কয়েকজন ত্যাগী নেতা। কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদে রুবেল চৌধুরী তার জীবন বৃত্তান্ত জেলা কমিটির সভাপতি,সম্পাদকের কাছে জমা দেয়ার পর থেকেই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
ছাত্রলীগের ত্যাগী এই নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও সাবেক ছাত্রদল নেতা রুবেল চৌধুরী আওয়ামী লীগেরই কিছু প্রভাবশালী নেতাদের আশীর্বাদপুষ্ট হওয়ায় ছাত্রলীগের কেউই প্রকাশ্যে মন্তব্য করার সাহস পাচ্ছেন না।
বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের নেতৃত্বে আসতে হলে বসয় সীমা ২৯ বছর। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ২৯ বছরের ঊর্ধ্বে কেউই ছাত্রলীগের নেতৃত্বে আসার কোনো সুযোগ নেই। অথচ খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটিতে সমালোচিত সভাপতি প্রার্থী সাবেক ছাত্রদল নেতা রুবেল চৌধুরীর ভোটার তালিকা অনুযায়ী বর্তমান বয়স ৩১ বছরেরও কিছু বেশি। আবার তার নিজস্ব ফেইসবুক আইডি এবং প্রাতিষ্ঠানিক সনদ অনুযায়ীও তার বর্তমান বয়স ৩০ বছরের বেশি।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের পদ প্রত্যাশী অনেক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীত বাদই দিলাম, কিন্তু বর্তমান সময়েও যখন সারা বাংলাদেশে ছাত্রদল নামক সন্ত্রাসীরা অরাজকতা সৃষ্টি করছে, এমনকি খোদ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে দিনের পর দিন দিন প্রকাশ্যে যে সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, এত কিছুর পরও কিভাবে ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনে খোলস পাল্টে দলীয় কিছু নেতাদের সহযোগিতায় চিহ্নিত ছাত্রদলের লোকেরা সংগঠনে ঢুকে পড়ছে? জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে অথচ এমন একটি কঠিন সময়ে ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা করে এক সময়কার ছাত্রদল নেতা কোন সাহসে বা কাদের আশীর্বাদপুষ্ট হয়ে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের শীর্ষ পদ ভাগিয়ে নিতে অত্যন্ত সুকৌশলে সিভি জমা দেয়ার মতো দুঃসাহস দেখাতে পারলো।
ছাত্রলীগ নেতাকর্মীরা দুঃখ করে বলেন, দলের মধ্যে কি ত্যাগী নেতার আকাল দেখা দিয়েছে যে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতাকে এনে ছাত্রলীগের মতো সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দিতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের একাধিক নেতৃবৃন্দ। এ বিষয়ে আলাপকালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম সময়ের আলোকে বলেন, এমন অভিযোগ আমরা পেয়েছি। ইতোমধ্যে আমরা তদন্ত করে দেখছি। তবে যদি এই অভিযোগ সত্য হয় কিংবা ছাত্রদলের রাজনীতির সাথে তার সম্পৃক্ততার প্রমাণ পেলে কোনো ভাবেই তাকে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত করা হবে না।
তিনি বলেন ইতোমধ্যে বিষয়টি নিয়ে আমরা গভীর তদন্ত করছি, অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য সাবেক এই ছাত্রদল নেতা রুবেল চৌধুরী সদ্য বিলুপ্ত হওয়া কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। বিএনপি বা অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকা কাউকেই ছাত্রলীগের কমিটিতে স্থান দেয়া হবে না বলে সময়ের আলোকে নিশ্চিত করেন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম।
এদিকে অভিযোগের বিষয়ে একাধিকবার রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।