নবীগঞ্জে রেজা কিবরিয়াকে অবাঞ্ছিত ঘোষণা

নিউজ ডেস্কঃ নবীগঞ্জের কৃতি সন্তান সাবেক অর্থ মন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড.রেজা কিবরিয়াকে নবীগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এনিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র তোলপাড় হচ্ছে। নানা প্রতিক্রিয়া বিরাজ করছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে। নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এক সমাবেশের মাধ্যমে ড.রেজা কিবরিয়াকে অবাি ত ঘোষনা করেন।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকী ও কটুক্তির প্রতিবাদে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। উক্ত প্রতিবাদ সমাবেশ থেকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরীয়াকে নবীগঞ্জে অবাি ত ঘোষনা করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ্র দাশের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক ও আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ এবং ডাঃ নাজরা চৌধুরী প্রমূখ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে নবীগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল প্রদক্ষিন শেষে নতুন বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বক্তাগন বলেন, ৭১ এর পরাজিত শক্রুরা জননেত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।
বক্তারা বলেন ৭৫ এর খুনীচক্র বিএনপি জামাত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা ও কটুক্তির পাশাপাশি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আসছে যা শিষ্টাচার ও রাষ্ট্রদ্রোহিতার শামীল। বক্তাগন ৭৫ এর খুনী বিএনপি জামাত রাজাকার আলবদর ও আলশামস প্রজন্মদের সর্বক্ষেত্রে প্রতিহত ও প্রতিরোধে আওয়ামীলীগ প্রতিজ্ঞাবদ্ব। বক্তাগন বিএনপির পেইড এজেন্ট ডঃ রেজা কিবরিয়া’কে নবীগঞ্জে অবাি ত ঘোষণা করেন ।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গৌবিন্দ বলেন, রেজা কিবরিয়াকে নবীগঞ্জে শুধু অবাি ত নয় তাকে নবীগঞ্জে প্রবেশে আগামীতে বাধা দেয়া হবে। কারণ সে সাবেক অর্থ মন্ত্রী কিবরিয়া সাবের কুলাঙ্গার সন্তান। সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করেছে।সে নবীগঞ্জের সন্তান হয়ে আর নবীগঞ্জে আসার াধিকার রাখে না। নবীগঞ্জ উপজেলা গন ফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ বলেন, ড.রেজা কিবরিয়াকে অবাি ত করা এ ঘটনাটি দুঃখজনক আমরা এঘটনার জন্য নিন্দা জানাচ্ছি। এব্যাপারে গন অধিকার পরিষদের আহবায়ক ড.রেজা কিবরিয়াকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে চাননি।