বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ওভারটেক করতে গিয়ে সিএনজি- কার সংঘর্ষ, চালকসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদকঃ বারইগ্রাম-সিলেট আঞ্চলিক মহাসড়কের মোল্লাপুর নাগেশ্বর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসময় যাত্রিবাহী সিএনজিচালিত অটোরিক্সায় থাকা চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকালে এই লোমহর্ষক দুর্ঘটনা ঘটে।

এঘটনায় অটোরিক্সার পিছনে থাকা একজন মোটরসাইকেল আরোহী ভিডিও ধারন করেন। পরে তিনি ধারণকৃত ভিডিওচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে দেখা যায় বারইগ্রাম থেকে বিয়ানীবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিক্সা বেপোরোয়াভাবে চলছিলো। নাগেশ্বর মোড়ে এসে আরেকটি দ্রুতগতির অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে বারইগ্রামমুখী কারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটোরিক্সাটি একবারে ধুমড়ে মুচড়ে যায়। অটোরিক্সায় থাকা তিন যাত্রী ও চালককে গুরতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। মুখোমুখি সংঘর্ষে কারের সামনের অংশ ভেঙ্গে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিক্সাচালকের অবস্থা আশংকাজনক। ভিডিও দেখার পর স্থানীয় অটোরিক্সা চালকদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

এদিকে এই সড়ক এরকম বেপোরোয়া লাইসেন্সবিহীন অটোরিক্সা চালকদের জন্য প্রায়শই ঘটছে দুর্ঘটনা, যাচ্ছে প্রান, তবুও এদের বিরুদ্ধে নেয়া হয়না কোনো ব্যবস্থা। সাধারণ যাত্রীরা মনে করেন এসব অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দিনদিন দুর্ঘটনার পরিমাণ বাড়বে বৈ কমবেনা

Back to top button