সুনামগঞ্জ

দোয়ারাবাজার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল আমিনের

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সে উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের সুন্দর আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে আল আমিন রাজনপুর জামে মসজিদ সংলগ্ন সুরমা নদীতে গোসল করে বাড়ি ফেরার পথে স্থানীয় দোহালিয়া বাজারস্থ পাবলিক টয়লেটের পানির মটরের বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে আসামাত্রই বিদ্যুতায়িত হয়ে আহত হয়। তাৎক্ষণিক নামাজরত মুসল্লি ও স্বজনরা তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পিতার আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় তার লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Back to top button