হবিগঞ্জ

নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নবীগঞ্জ উপজেলার পাানিউমদা ইউনিয়নে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লাহ’র ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল খালিক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকায় গরু চড়াতে যায়। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল খালিকের। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন,স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

Back to top button