সিলেট

সিলেট ওসমানী বিমানবন্দরে আবারও স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্কঃসিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজের ভেতরে পাত বানিয়ে আনা হয়েছিল স্বর্ণের চালান। ধরা না পড়তে সেটি সিলভার রং করা হয়। এরপরেও বিষয়টি চোখ এড়ায়নি। ধরা পড়তে হলো কাস্টমসের জালে।

বৃহস্পতিবার (২ জুন) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের চালানসহ আটক করা হয়েছে ময়নুল ইসলাম নামের এক যাত্রীকে। তার কাছ থেকে জব্দ করা হয় ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ। আটক ময়নুল জালালপুরের ফয়জুর রহমানের ছেলে। তিনি আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস সুপার আল আমিন বলেন, ওই যাত্রী লাগেজের ভেতরের রড ফেলে দেন। এরপর লোহার লম্বা লাঠির মতো বানিয়ে স্বর্ণের চালানটি সিলভার রং করে নিয়ে আসেন। তার উপরে ঘষা দিলেই আস্তরণ উঠে ভেতর থেকে স্বর্ণ বেরিয়ে আসে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

Back to top button