বিজ্ঞপ্তি

দুলালের মৃত্যুরহস্য উদঘাটনের দাবি তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে

বিয়ানীবাজারের পীরেরচক গ্রামের দিনমজুর দুলাল আহমদের অনাকাক্সিক্ষত মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ বলেন, পুলিশ আসামী ধরার অধিকার আছে। তাই বলে আসামীকে পানিতে ফেলে ‘হত্যা’ করার কোন সুযোগ নেই। দুলাল আহমদের মৃত্যুর ঘটনায় যারা জড়িত, তাদেরকে অবিলম্বে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

আমরা জানি, এদেশে পুলিশ বাহিনী পেশাদারিত্ব বজায় রেখে সুনামের সাথে দায়িত্ব পালন করছে। কিন্তু কতিপয় সদস্যের কারণে এ বাহিনীর সুনাম ম্লান হোক, তা কারো কাম্য নয়।

আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুলাল আহমদের মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছি। এতে কোন ধরণের ব্যত্যয় ঘটলে ইউনিয়নের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।

এমনকি, দুলাল আহমদের মৃত্যুর ঘটনায় বিভিন্ন দেশে বসবাসরত তিলপাড়া ইউনিয়নের জনগণ সজাগ দৃষ্টি রাখছেন। প্রয়োজনে প্রবাসীরা ইউনিয়নবাসীর সাথে যেকোন আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে প্রস্তুত রয়েছেন।

তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র নেতৃবৃন্দ অকাল প্রয়াত দুলাল আহমদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস‌্যদের কল্যাণার্থে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এমনকি ইউনিয়নের সামর্থ‌্যবান সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Back to top button