মৌলভীবাজার

হাসপাতালে অভিযান নিয়ে ভিন্ন চিত্র মৌলভীবাজারে

বৈধ কাগজপত্র না থাকায় সারাদেশে অসংখ্য প্রাইভেট হাসপাতাল বন্ধ করে দেওয়া হলেও ভিন্ন চিত্র মৌলভীবাজারে। এখানে চারটি প্রাইভেট হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা সদরে কোনো প্রাইভেট হাসপাতাল বন্ধ হয়নি। অবশ্য সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ওটি ও ফার্মেসিতে রাখা, ওটির যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণ না করা, রিএজেন্টের উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই জরিমানা করা হয়।

রবিবার মৌলভীবাজার জেলার সদর উপজেলার বড়হাট, সিলেট রোড, বড়কাপন, মোস্তফাপুর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় এবং সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালিত হয়।

সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ এ প্রসঙ্গে বলেন, আমাদের কিছু হাসপাতালের আবেদন পাওয়া গেছ। আবার কিছু লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। এ জন্য ক্লিনিক ব্যবসায়ীদের একমাস সময় দেওয়া হয়েছে।

Back to top button