বিয়ানীবাজারে বাসুদেব মন্দিরে যুবকের হামলার চেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে সুপাতলায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের বাসুদেব মন্দিরে এক যুবক হামলা চেষ্টার অভিযোগ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩০মে) দুপুরে পৌর এলাকার সুপাতলাস্থ বাসুদেব মন্দিরে এই ঘটনা ঘটে।
আটক যুবকের নাম মোহাম্মদ আলী আহমদ (২৮)। সে উপজেলার লামা নিদনপুর এলাকার সাইফুল আলম সেবুলের পুত্র। এ ঘটনায় বাসুদেব মন্দিরের দায়িত্বশীলরা বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, হামলাকারি যুবক দুপুরে বাসুদেব বাড়ি এসে মন্দিরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এসময় সেবায়েত ও তার স্ত্রী তাকে বাধা দিলে মারধর করে মন্দিরের গেইটের চাবি নিয়ে নেয়। সেবায়তের স্ত্রী মন্দিরের দরজা লাগিয়ে দিয়ে ঢুকতে বাধা দেন, সে তখন সেবায়েতের স্ত্রীর প্রতিও চড়াও হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় এক যুবককে আটকের খবর নিশ্চিত করে জানান, বাসুদেব সেবক সংঘের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।