ভোট উৎসবের শহর বিয়ানীবাজার, গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা
জৈষ্ঠ্য প্রতিবেদক : ঘড়ির কাটার হিসেব করলে প্রতিমুহূর্তে ক্যালেন্ডারের পাতা থেকে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। চায়ের টেবিল পাড়া মহল্লা এখন বিয়ানীবাজার পৌর নির্বাচনময়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো শহর জুড়ে ছন্দে ছন্দে গানে গানে মাইকিং করে প্রচার প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকরা। ব্যনার ফেস্টুনে অনেকটাই ছেয়ে গেছে প্রবাসী অধ্যুষিত এই উপজেলার পৌর শহর, নয়টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি মাঠে রয়েছেন দশজন মেয়র প্রার্থী যাদের মধ্যে অনেকেই ক্লান্তিহীন জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায় বাজারের বিভিন্ন প্রান্তে মেয়র প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ে ভক্ত সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের ভীড়। তবে শুধু নির্বাচনী কার্যালয় নয় হোটেল রেস্তোরাঁ গুলোতে চায়ের চুমুকে এখন নির্বাচনী আলাপ। মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের আব্দুস শুকুর ও সতন্ত্র মেয়র প্রার্থী মোবাইল প্রতীকের আব্দুস সবুর, কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজুকে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করতে দেখা যায়।
তবে ভোটারদের মতে আঞ্চলিকতাকে কেন্দ্র করেই এবারের ভোটের ফলাফল হতে পারে। যদি এমনটাই হয় তাহলে বিপাকে পরতে পারেন দলীয় প্রার্থীরা। সময়ের সাথে সচেতন ভোটারদের নীরবতা বাড়ছে তাই ভোটের পুর্ব মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে পৌরবাসীর।