ইভিএম মেশিন ত্রুটি ও প্রভাবমুক্ত, কারচুপির সুযোগ নেই- বিয়ানীবাজারে নির্বাচন কমিশনার আনিছুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচনকে সুষ্ঠু ভোট করতে বদ্ধ পরিকর রয়েছে, তাই ভোটে মানুষের আস্থা ফেরাতে ভোটকেন্দ্রের বাইরে ও ভোটকক্ষে সিসি ক্যামেরা লাগানো থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের পরিবেশ কঠোর নজরদারিতে রাখা হবে। ভোটে কোনো ব্যাতয় ঘটলে সাথে সাথে কেন্দ্র বাতিল করা হবে, প্রয়োজনে ১০ বার ভোটগ্রহন হবে।
তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল ভোটিং মেশিনে ভোটগ্রহন চাহিদা, ইভিএম মেশিন পরীক্ষিত, বাংলাদেশের বিশেষজ্ঞদের মাধ্যমে ইভিএম পরীক্ষা করা হয়েছে তাতে কোনো ত্রুটি পাওয়া যায়নি বলে তারা অভিমত দিয়েছেন। আগে থেকে ভোট দিয়ে রাখা ইভিএমে অসম্ভব, ভোট শুরুর পর শূণ্য থেকে গননা হচ্ছে কি-না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে। সুতরাং আমরা বলতেই পারি ইভিএমে কারচুপি অসম্ভব।
তিনি রবিবার (২৯ মে) সকালে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্ধি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা।
এসময় নির্বাচন কমিশনার নির্বাচনের আচরনবিধি ও বিভিন্ন বিষয়ে বিয়ানীবাজার পৌর নির্বাচনে অংশগ্রহনকারি প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।