বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পানিতে ভাসমান লা”শ!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের ইনাম-পীরেরচকের মধ্যখানে ডোবার পানিতে ভেসে উঠেছে একটি লাশ। তিলপারা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান লাশ ভেসে উঠার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান।

রবিবার দুপুরে তিনি তার ফেসবুক আইডিতে একটি পানিতে ভাসমান ছবির লাশ দিয়ে তিনি লিখেন,

ইনাম ও পিরেরচক মধ্যকার পানির মাঝে পিরেরচক এর এক যুবকের লাশ পাওয়া গেছে।
বিস্তারিত পরবর্তীতে।

তিনি লাশের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত না বললেও স্থানীয়রা জানান, লাশটি দুলাল মিয়া নামক স্থানীয় এক মানুষের।

বিস্তারিত আসছে…

Back to top button