বিয়ানীবাজার সংবাদ

পৌর নির্বাচন: আহবাব হোসেন সাজুর কম্পিউটার প্রতীকের সমর্থনে খাসায় উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে সতন্ত্র মেয়র পদপ্রার্থী কম্পিউটার প্রতীকে নির্বাচন করা আহবাব হোসেন সাজু’র সমর্থনে পৌরসভার ৪নং ওয়ার্ড খাসায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় খাসার সর্বস্থরের মুরব্বীয়ানা ও যুবকদের উপস্থিততে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্যকালে মেয়র পদপ্রার্থী আহবাব হোসেন সাজু বলেন, নির্বাচিত হলে মডেল ও উন্নয়নবান্দব টেকসই পৌরসভা গঠনের লক্ষ্যে কাজ করবো। এ ছাড়া ও বিভিন্ন সমস্যায় জর্জরিত পৌরসভায় সকল সমস্যা সমাধানে কাজ করে যাবো। সকলের দোয়া ও ঐক্যবদ্ধ হয়ে কাজের মাধ্যমে বিজয় অর্জন হবে নিশ্চয়।

উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রার্থী অংশগ্রহণ করছেন তারা হলেন বিয়ানীবাজার পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র সাত প্রার্থীর মধ্যে আহবাবুর রহমান সাজু প্রতীক (কম্পিউটার),আওয়ামী বিদ্রোহী ফারুকুল হক (চামচ), আব্দুস সামাদ আজাদ (হ্যাঙ্গার), মোহাম্মদ অজি উদ্দিন (নারিকেল গাছ) মোহাম্মদ আব্দুস সবুর (মোবাইলফোন), আওয়ামী লীগ বিদ্রোহী মো. আব্দুল কুদ্দুছ (হেলমেট), সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন (জগ)।আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুস শুকুর (নৌকা), জাতীয় পার্টির মো. সুনাম উদ্দিন (লাঙল)এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আবুল কাশেম (কাস্তে) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Back to top button