কমলগঞ্জে ইজিবাইকের চাকায় বোরকা পেঁচিয়ে স্কুল ছাত্রীর মা আহত

মৌলভীবাজার জেলা পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় কোরআন তেলওয়াতে অংশ গ্রহণ করে বাড়ি ফিলছিলেন কমলগঞ্জের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার। বাড়ি ফেলার পথে কমলগঞ্জ-আদমপুর সড়কের চন্ডিপুর এলাকায় ইজিবাইকের চাকায় ছাত্রীর মা রোজিনা বেগমের (৩৫) বোরকা পেচিঁয়ে আহত হয়েছেন। আহত ছাত্রীর মাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে বিকেলে আবার তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার চন্ডিপুর এলাকায় কমলগঞ্জ পৌর মেয়রের বাসভবনের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত রোজিনা বেগমের ভাই খলিল মিয়া জানান, মৌলভীবাজার জেলা পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য সকাল ৮টায় বাড়ি থেকে মেয়ে সুমাইয়াকে নিয়ে রোজিনা বের হয়েছিলেন। মৌলভীবাজারের অনুষ্ঠান শেষে বাড়ির ফেরার পথে বেলা সাড়ে ৩টায় ইজিবাইকের চাকার সাথে বোরকার পেঁচিয়ে রোজিনা বেগম গুরুত্বরভাবে আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকের চাকায় বোরকা পেঁচানোর পর তিনি রাস্তায় পড়ে গেলে চাকা রোজিনাকে বেশ কিছু স্থানে টেনে হিচড়ে নিয়ে যায়। ফলে তার মাথা ও মুখমন্ডল ও পায়ের বেশ ক্ষতের সৃষ্টি হয় তারপর স্থানীয় সংবাদকর্মী সালাহ্উদ্দিন শুভ তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক সেবা দিয়ে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষযে রোজিনার ভাই খলিল মিয়া বলেন, আমার বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।