বিয়ানীবাজার সংবাদ

পৌর নির্বাচন :প্রতীক বরাদ্দের পর জগ মার্কার সমর্থনে প্রথম নির্বাচনী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌর নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী সভা সমাবেশ সহ গণসংযোগে নেমে পড়েছেন প্রার্থীরা। গত নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের তফজ্জুল হোসেনের সমর্থনে বিয়ানীবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নয়াগ্রামের সর্বস্থরের মুরব্বীয়ান ও যুবকদের উপস্থিততে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক ও বর্তমান মেয়র পদপ্রার্থী জগ প্রতীকের তফজ্জুল হোসেন।

এ সময় তিনি বলেন, প্রবাসীর বিলাসবহুল জীবনযাপন চাই নি আমি তাই স্থায়ীভাবে প্রবাসী যাই নি। আমি আপনাদের লোক আমি আপনাদের সেবা করতে সব সময় ভালোবাসি। জন সমর্থন থেকে এবারের নির্বাচনে আমার অংশগ্রহণ করা না হলে শেষ বয়সে নির্বাচন করার কোনো ইচ্ছে ছিলো না। সকলের আন্তরিকতা ও সহযোগিতা যেন আগের মতো থাকে এই কামনা করি।

উল্লেখ্য, আজ শুক্রবার বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ১০ জন মেয়র পদপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। যেখানে গতবারের ন্যায় জগ প্রতীক পেয়েছেন সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন।

Back to top button