ব’ন্দুক হা’মলার আতঙ্কে কানাডায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

যু’ক্তরাষ্ট্রের টেক্সা’সে প্রাথমিক বিদ্যালয়ে ব’ন্দুক হা’মলার ঘটনার রেস না কাটতেই এবার কানাডায় ব’ন্দুক হা’মলা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার কানাডার টরন্টোতে স্কুলের সামনে এক অ’স্ত্রধারীকে গু’লি করে হ’ত্যা করেছে পু’লিশ। ঘটনার পরপরই শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, টরেন্টোর পোর্ট ইউনিয়ন আবাসিক এলাকায় স্কুলের সামনে একজন অ’স্ত্র নিয়ে ঘোরাঘুরি করলে পু’লিশের স’ন্দেহ হয়। পরে তাকে লক্ষ্য করে গু’লি চালালে ঘটনাস্থলেই নি’হত হয় সে। ২০ বছর বয়সী ওই অ’স্ত্রধারীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। সে হা’মলার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলো কি-না তাও নিশ্চিত নয়। তবে ওই একই এলাকায় কাছাকাছি পাঁচটি স্কুল রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানকার সব স্কুল বন্ধ করে দেয়া হয়।
এর আগে গত মঙ্গলবার যু’ক্তরাষ্ট্রের টেক্সা’সের স্যান অ্যান্তোনিওর ইউভালডি শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ১৮ বছর বয়সী এক তরুণ। সে নির্বিচারে গু’লি চালিয়ে ১৯ শি’শু শিক্ষার্থী ও দুই শিক্ষককে হ’ত্যা করে। এরপর পু’লিশের সঙ্গে গু’লি বিনিময়ে ওই হা’মলাকারীও নি’হত হয়। টেক্সা’সের এ ঘটনায় আতঙ্কে রয়েছে অন্য রাজ্যের গভর্নররাও। সূত্র: সিবিসি