টেক্সা’সের স্কুলে হ’ত্যাকা’ণ্ড : ‘শোক’ সইতে পারলেন না নি’হত শিক্ষকের স্বামী

যু’ক্তরাষ্ট্রের টেক্সা’স অঙ্গরাজ্যের একটি স্কুলে গত মঙ্গলবার এক কি’শোর ব’ন্দুকধারীর এলোপাতাড়ি গু’লিতে ১৯টি শি’শুসহ নি’হত হন দুই শিক্ষক। এর মধ্যেই নি’হত এক শিক্ষকের স্বামী হার্ট অ্যাটাকে মা’রা গেছেন বলে জানা গেছে। খবর বিবিসির।
মঙ্গলবারের ঘটনাস্থল রব এলিমেন্টারি স্কুলে ২৩ বছর ধরে শিক্ষকতা করে আসছিলেন ইরমা গার্সিয়া। তাঁর মৃ’ত্যু খবরের পর স্বামী জো গার্সিয়া হার্ট অ্যাটাকে মা’রা যান।
দুই যুগের বিবাহিত জীবনে গার্সিয়া দম্পতি দুই ছে’লে ও দুই মে’য়ের জনক-জননী ছিলেন। তাঁদের প্রথম সন্তানের বয়স ২৩ বছর এবং সর্বকনিষ্ঠের ১২ বছর।
ইরমা গার্সিয়ার ভাগনে জন মা’র্টিনেজ এক টুইটে জানান, জো গার্সিয়া তাঁর স্ত্রী’র হ’ত্যাকা’ণ্ডে ‘শোকাহত হয়ে মা’রা গেছেন।’
সংবাদমাধ্যম ফক্স-এর একটি স্থানীয় সংস্থা জানিয়েছে, জো গার্সিয়া হার্ট অ্যাটাকে মা’রা গেছেন।
ভ’য়াবহ ওই হ’ত্যাকা’ণ্ডের পর জন মা’র্টিনেজ দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, উ’দ্ধারকর্মীরা দেখতে পান—ইরমা গার্সিয়া ‘তাঁর শেষ নিঃশ্বা’স পর্যন্ত শি’শুদের জড়িয়ে ধরে রেখেছিলেন।’