বড়লেখা

শিক্ষা সপ্তাহে বড়লেখা পাঁচ ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ

বড়লেখা প্রতিনিধি :জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। পাঁচ ক্যাটাগরিতে বড়লেখা উপজেলা মৌলভীবাজার জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বাছাই কমিটি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে।

বাছাই কমিটির ঘোষণা অনুযায়ী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন, মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক চান্দগ্রাম আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, জেলা শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা ও জেলার শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের হামিদা আক্তার।

Back to top button