বিয়ানীবাজার সংবাদ
ফারুককে সম’র্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন মেয়র প্রার্থী মাসুক

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ফারুকুল হককে সম’র্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুক আহম’দ।
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন তিনি তার মনোনয়ন পত্যাহার করে নেন। এসময় তিনি ফারুকুল হককে সম’র্থন জানান।