সিলেট

সিলেটে বন্যা: ডায়রিয়ায় আক্রান্ত ৩৬৯ জন

নিউজ ডেস্কঃবন্যার পানি নামার সঙ্গে সঙ্গে সিলেটে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ১১ মে বন্যা শুরুর পর থেকে মঙ্গলবার (২৪ মে) পর্যন্ত সিলেটে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন। এর মধ্যে মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৪৬ জন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকার।

গত রবিবার (২২ মে) পর্যন্ত সিলেটে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১১৪ জন। দুদিনে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৫ জন।

সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘‘গ্রাম এলাকায় পানি নেমে গেলেও সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন স্থানে ময়লাযুক্ত আবদ্ধ পানি জমা হয়ে আছে। এ কারণে নগরীতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু ছাড়াও মাঝ বয়সীরাও রয়েছেন।’’

বন্যায় এ পর্যন্ত চর্মরোগে ছয়জন আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

জানা গেছে, পানি নামার সঙ্গে সঙ্গে সিলেটে বাড়ছে জনদুর্ভোগ। উজানের ঢলের পানির কারণে কমছে না সিলেটের কুশিয়ারা নদীর পানি। ফলে নতুন করে বন্যা কবলিত হয়েছে সিলেট সদর উপজেলার ভেলকুনা, গয়াসী, বাঘমারা ও ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার, উত্তর কুশিয়ারা ইউনিয়নের বিভিন্ন এলাকা।

অন্যদিকে, সিলেট নগরীতে বন্যার পানি কমলেও অনেক স্থানে আটকে থাকা পানি নামছে ধীর গতিতে। চারদিকে পচে যাওয়া ময়লা-আবর্জনা থেকে ছড়াচ্ছে উৎকট গন্ধ।

স্থানীয়রা জানান, বন্যা পরিস্থিতির উন্নতির পর সিলেট নগরীতে দুর্গন্ধ ও দূষণ বেড়েছে। ময়লা আবর্জনা ভেসে রয়েছে পানির ওপর। কালো রং ধারণ করে আছে পানি। বাতাসের সঙ্গে ছড়াচ্ছে দুর্গন্ধ।

Back to top button