সিলেট
গোয়াইনঘাটে বিদেশি মদের চালানসহ মাদক কারবারি আটক

নিউজ ডেস্কঃ সীমান্ত এলাকা গোয়াইনঘাটে বিদেশি মদের চালানসহ সুমন আহমেদ নামের এক মাদক কারবারি আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে থানার এসআই জহিরুল ইসলাম খান ও এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার বোগলকান্দি এলাকা থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৫৬ বোতল মদসহ সুমন আহমেদকে আটক করে।
ধৃত আসামি উপজেলার নোয়াগাও (কুড়ি) গ্রামের কায়সার আহমেদ’র ছেলে।
ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ সুমন আহমেদকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।