বিয়ানীবাজার পৌর নির্বাচন: ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় এহসানুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : ১৫ জুন বিয়ানীবাজার পৌর নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দের আগেই ৬ নং ওয়ার্ডের সর্বত্র আলোচনায় রয়েছেন তরুণ সমাজ সেবক কাউন্সিলর পদপ্রার্থী এহসানুল ইসলাম। পৌরসভার সর্ববৃহৎ এই ওয়ার্ডে দীর্ঘ দিন উন্নয়ন না হওয়াতে এবার ভোটারদের কন্ঠে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এহসানুল ইসলাম সহ আরো ৬ জন প্রার্থী কৌশলে তাদের নির্বাচনী মাঠে সরগরম রয়েছেন।
দাসগ্রাম -ফতেহপুর নিয়ে ঘটিত এই ওয়ার্ডে সড়কের সমস্যা সহ ড্রেনেজ ব্যবস্থায় দুর্ভোগের শিকার কয়েক হাজার মানুষ। নির্বাচিত হলে চলাচল অনুপযোগী রাস্তা গুলো আর সি সি ডালাইয়ের আওতায় নিয়ে আসবেন বলেন জানান এহসানুল ইসলাম। তিনি বলেন, পারিবারিক ভাবে সব সময় এই ওয়ার্ডের মানুষের পাশে দাড়িয়েছি বিনিময়ে কোনোদিন কোনো কিছু চাই নি। আমি এই ওয়ার্ডের মানুষের খেদমত করার সুযোগ চাই। প্রচুর সাড়া পাচ্ছি। এই ওয়ার্ডের মানুষের সকল সেবা নিশ্চিতে আমি নির্বাচিত হলে নিস্বার্থে কাজ করে যাবো সকলের সহযোগিতা চাই।
এদিকে এহসানুল ইসলাম সহ বাকি ছয় প্রার্থীরা হলেন, জাবুর আহমেদ, সরাজ উদ্দিন, আব্দুর রউফ সুমন, রফিক উদ্দিন, সাব্বির আহমদ, হামিদ আহমেদ। আগামী ২৭ মে প্রতীক বরাদ্দ শেষে টান টান উত্তেজনাপূর্ণ নির্বাচনী প্রচারণায় নামবেন প্রত্যেক প্রার্থী।