বিনোদন
মৃ’ত্যুর গুজব ,বেঁচে আছেন জানালেন হানিফ সংকেত

নিউজ ডেস্কঃ সকাল থেকেই গুজব রটেছে, জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের মৃ’ত্যু হয়েছে। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তোলপাড়। তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা দুশ্চিন্তায় পড়ে যান এই ব্যক্তিত্বকে নিয়ে।
তবে বিষয়টি যে গুজব, তার সত্যতা জানিয়েছেন হানিফ সংকেত নিজেই। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি যদি ম’রেই যেতাম তাহলে আপনার সঙ্গে কথা বলছি কী’ভাবে? আমি ম’রিনি। বেঁচে আছি।’
এমন গুজব ছড়ানোর কারণ কী’ হতে পারে— জানতে চাইলে তিনি বলেন ‘গুজবটি যারা ছড়াচ্ছেন তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করছেন। এটা নিঃস’ন্দেহে অ’নৈতিক কাজ। এভাবে মানুষজনকে আতঙ্কের মাঝে ফেলার কোনো মানে হয় না।’
কথোপকথনের সময় হানিফ সংকেত নিজের সুস্থতার কথাও নিশ্চিত করেন। সেই সঙ্গে সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি।