মৌলভীবাজার

কমলগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের পাথর টিলা এলাকার দুই শিশু কন্যা পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মিরতিঙ্গা চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। দুই জনই মিরতিংগা চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।

বিষয়টি রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ধনা বাউরী নিশ্চিত করে বলেন, শিশুরা বিকেলে গোসল করতে নেমেছিল। দুইটি শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া সুইচ গেইট এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে যান।

মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, মেয়ে দু’টিকে নিয়ে হাসপাতালে আসলে পরীক্ষা করে দেখা যায় দু’জনই মারা গেছে।

কমলগঞ্জ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) বিষয়টি নিশ্চিত করেছেন।

Back to top button