হবিগঞ্জ

নবীগঞ্জে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী সুহেল গ্রেফতার

হবিগঞ্জ : চাঞ্চল্যকর আলোচিত ধর্ষণ ও মানবপাচার মামলার মুল হোতা প্রধান আসামী সুহেলকে গ্রেফতার করেছে র‍্যাব ৯।

মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টায় মৌলভীবাজার জেলা সদর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল নবীগঞ্জ উপজেলার বেতারপুর গ্রামের কিবরিয়ার ছেলে ।

এ বিষয়ে র‍্যাব ৯ এর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান দুপুরে এক প্রেস ব্রিফিং করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টিকটকের মাধ্যমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সোহেল মিয়া(২৭) এর সঙ্গে প্রায় ৩ বছর পুর্বে পরিচয় হয় পাবনা জেলার সাথিঁয়া উপজেলার ডেমরা গ্রামের রুকশিপাড়া এলাকার এক তরুণী (২২) এর সাথে। সেই পরিচয়ের সুবাদে তাঁদের মধ্যে প্রেম ভালবাসা গভীর সম্পর্ক তৈরী হয়।

প্রেমিক সুহেল ভালবাসার দুর্বলতার সুযোগে সাতক্ষীরা জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে পাশ্ববর্তী দেশ ভারতের একটি শহরে নিয়ে যায় তরুণীকে। এ সময় তরুণীকে ভারতে আটকে রেখে দেহ ব্যবসা করতে বাধ্য করে সোহেল। পরে বিয়ে করে তারা। এর পর আবারও সোহেল গত ১২ মে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে পাচার করা হয় ওই তরুণীকে। পরবর্তীতে ওই তরুণী ভারত থেকে কৌশলে গত ১৫ মে বাংলাদেশে ফিরে আসে।

এঘটনায় ২১ মে লালমনিরহাটের পাটগ্রাম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে সোহেলকে প্রধান করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর র‍্যাব ৯ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ হাসান এর নেতৃত্বে আভিযানিক দল সোহেলকে মৌলভীবাজার জেলা থেকে গ্রেফতার করেন। র‍্যাব ৯ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত প্রধান আসামী সোহেল তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। পরে আসামি সোহেলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এঘটনায় অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব ৯ এর অভিযান অব্যাহত থাকবে।

Back to top button