বড়লেখা

বড়লেখায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ  মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় যৌতুক লোভী স্বামী আব্দুল কাইয়ুমকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার সুজাউল গ্রামের মইন আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়,সাত বছর আগে উপজেলার সুজাউল গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাইয়ুমের সাথে বিয়ে হয় সুলতানা বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী আব্দুল কাইয়ুম ও তার প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী  সুলতানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। ইউরোপ যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে প্রায়সময় ৭ লক্ষ টাকা এনে দেওয়ার দাবি জানান স্বামী আব্দুল কাইয়ুম ও প্রথম স্ত্রী হেপী। টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে শুরু হতো নির্যাতন। গত শনিবার যৌতুক লোভী স্বামী আব্দুল কাইয়ুম ও প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী মামলার বাদি সুলতানা বেগমের উপর অমানবিক নির্যাতন চালান।নির্যাতনের এক পর্যায়ে অর্ধমৃত অবস্থায় একটি ঘরে তাকে বন্দী করে রাখে তারা। খবর পেয়ে গৃহবধু সুলতানা বেগমের বাবা আব্দুল মালিক থানা পুলিশ নিয়ে মুমূর্ষু অবস্থায় মেয়েকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান ।

এ বিষয়ে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, ‘মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নির্যাতনের কথা স্বীকার করেছে।’

বড়লেখা কোর্টের জিআরও (এএসআই) পিজুস দাস বলেন, ‘ অভিযুক্ত আব্দুল কাইয়ুমকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

Back to top button