টেস্টে ষষ্ঠবার দেড়শ রানের মাইলফলক মুশফিকের

ক্রীড়া ডেস্ক- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় লিটন-মোসাদ্দেক আউট হলেও আপনতা’লে খেলে যাচ্ছেন বাংলাদেশি উইকেট’কিপার ব্যাটার মুশফিক রহিম। ইতিমধ্যেই টেস্ট ক্রিকে’টে ষষ্ঠবার দেড়শ রানের মাইলফলক পেরোলেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকে’টে ৩৩৪ রান তুলেছে টাইগাররা।
এখন ১৫৬ রানে মুশফিক ও ৮ রানে তাইজুল অ’পরাজিত রয়েছেন।
৫ উইকে’টে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলায় শুরু করে স্বাগতিক বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা ভালো মনে হলেও দিনের শুরুতেই সাজঘরে ফিরলেন সেঞ্চু’রিয়ান লিটন কুমা’র দাস। এর মাধ্যমে ২৭২ রানে থেমেছে লিটন-মুশফিক জুটি। কাসুন রাজিথার বলে আউট হওয়ার আগে ১৪১ রান করেন লিটন কুমা’র দাস। ২৪৬ বলে খেলা তার এই ইনিংসটি ১৬টি চার এবং একটি ছয়ে সাজানো। একই ওভা’রে আউট হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। রানের খাতা খুলতে পারেননি তিনি।