বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে রাজপথে বিয়ানীবাজার ছাত্রলীগ

বিয়ানীবাজারঃ প্রধানমন্ত্রী শেখা হাসিনাকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার কটূক্তির প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিয়ানীবাজার পৌর ও উপজেলা ছাত্রলীগ (পল্লব গ্রুপ)।

গতকাল সোমবার সন্ধ্যায় বিয়ানীবাজার দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিন বাজারে এসে শেষ হয়।

এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে বিএনপি ও জামাত শিবিরের চক্রান্ত প্রতিরোধ করতে ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানান।

এ ছাড়াও জেলা ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সব সময় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ প্রস্তুত আছে বলে জানান।

Back to top button