‘সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে নৈরাজ্য চলবে না’
‘আমরা সচেতন নাগরিক সিলেট’ উদ্যোগে সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে নৈরাজ্যর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫ টায় সিলেট শহিদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচী অনুষ্টিত হয়।
বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের বর্তমান সময়ের দাবি সিএনজি অটোরিকশা ভাড়া নির্ধারণ, নেই কোন কার্যকর পদক্ষেপ সংশ্লিষ্ট কতৃপক্ষ জেগে ঘুমে আছেন। করোনা পরিস্থিতির পর সিএনজি অটোরিকশা চালক যে যার মত যাত্রী হয়রানী করে যাচ্ছেন। শুধু ভাড়া নিয়ে হয়রানী নয়, প্রতিদিন ছিনতাই বেড়ে যাচ্ছে নম্বর প্লেইট বিহীন সিএনজি অটোরিকশা মাধ্যেমে, সবকিছু হারাতে হচ্ছে সাধারণ জনগনের।
জাকির আহমদের সভাপতিত্বে ও সায়েম আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সুকান্তু শেখর দেব, সায়েম আহমদ।
একাত্বতা পূষণ করে বক্তব্য রাখেন- নুরুল ইসলাম, বিপ্র দাস বিশু বিক্রম, সাদিকুল ইসলাম শিপু, শেখ আজিজ সোজা, মোহাম্মদ নাদিম হোসাইন প্রমুখ।