সিলেট

বিশ্বনাথে ব্যবসায়ীর ৩৬ হাজার টাকা ছিনতাই

নিউজ ডেস্কঃ সিলেটের বিশ্বনাথে ছিনইয়ের শিকার হয়েছেন হেলাল মিয়া (৫০) নামের এক ব্যবসায়ী। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের বড়খুরমা গ্রামের বাসিন্দা ও স্থানীয় পনা-উল্লাহ বাজারের জাকারিয়া এন্ড কামাল ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ৩/৪জন ছিনতাইকারী তাকে আটকে মারধর করে গুরুতর আহত করে।

এসময় তার কাছ থেকে নগদ ৩৬ হাজার টাকা ও তার ব্যবহৃত ২টি মোবইল ফোন ছিনিয়ে নিয়ে যায় অজ্ঞাতনামা ওই ছিনতাইকারীরা।

পরে তার আর্ত-চিৎকারে স্থানীয়দের সহযোগীতায় স্বজনরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসা নেওয়ার পর সোমবার বিকেলে তিনি বাড়ি ফিরেছেন। খবর পেয়ে থানা পুলিশের এসআই ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছিনতাইর শিকার হওয়া ব্যবসায়ীর ছোটভাই ওই ইউনিয়নের কাজী (নিকাহ রেজিষ্টার) মো. কামাল আহমদ বলেন, ছিনতাইকারীরা তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে উপরঝুপুরি কুপিয়ে গুরুতর আহত করে নগদ ৩৬ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।

অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নামজুল ইসলাম রুহেল বলেন, বাড়ি ফেরার পথে তার পাশ্ববর্তি গ্রামের ব্যবসায়ী হেলাল মিয়া ছিনতাইয়ের শিকার হয়েছেন।

এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাননি জানিয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, আসলে ছিনতাই কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Back to top button